Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৪৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ৬:৫৫ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ২৫ মার্চ, ২০১৯

দেশের শেয়ারবাজারের মন্দা পরিস্থিতিতে ইতিবাচক অবস্থায় রয়েছে বিদেশি বিনিয়োগ। যেখানে চলতি মাসের (১-১৫ মার্চ) প্রথম পক্ষে গড় লেনদেন কমেছে ১১১ কোটি ২৩ লাখ টাকা সেখানে শেয়ারবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ১৫৯ কোটি টাকা বা প্রায় ৪৪ শতাংশ।

ডিএসইর তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ১৫ দিনে ১০ কার্যদিবস লেনদেন হয়েছে। এ ১০দিনে বিদেশীরা মোট ৫২১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন। এর আগের পক্ষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ ৮ দিনে বিদেশীরা মোট ৩৬২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন করেছিলেন। সে হিসেবে দেখা যাচ্ছে আগের পক্ষের তুলনায় চলতি পক্ষে বিদেশীদের লেনদেন ১৫৯ কোটি ২৯ লাখ টাকা বা ৪৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

এমনকি গত বছরের তুলনায় বিদেশী লেনদেন বেড়েছে ১৬ দশমিক ৬৬ শতাংশ। ২০১৮ সালের ১-১৫ মার্চ মাসে বিদেশীরা মোট ৪৪৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিলো। যা চলতি পক্ষের তুলনায় ৭৪ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা বা ১৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

একাধিক মার্চেট ব্যাংকের কর্মকর্তারা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা খুবই সচেতন। বিদেশিরা সব সময় ঝামেলা এড়িয়ে চলেন। বাজারে বিনিয়োগের আগে তারা অনেক দিক বিশ্লেষণ করে বিনিয়োগ করেন। সুযোগের অপেক্ষায় থাকেন। আকর্ষণীয় মূল্যে তারা শেয়ার ক্রয় করেন। আবার বিক্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করেন। কয়েক মাস ধরে বাংলাদেশের পুঁজিবাজারে পর্যবেক্ষণের পর বিনিয়োগ বাড়াতে শুরু করেছে বিদেশি বিভিন্ন কোম্পানি ও বিনিয়োগকারীরা। তারা বাজারে শেয়ার বিক্রির চেয়ে বেশি পরিমাণে কিনছে। এতে অনেকটাই বাড়ছে বিদেশি বিনিয়োগ।
টানা পতনের পর উত্থানে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশি বিনিয়োগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ