Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানো কলঙ্কজনক শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানো ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এ ঘটনার তদন্ত প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি মিলে আমরা একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি গত রাতে সমস্ত রাত কাজ করে ফিরে এসেছে। ফিরে এসে রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা বসব এবং আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে মারধর এবং পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় এমপি সেলিম ওসমান। এ ঘটনার তদন্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি গত মঙ্গলবার কাজ শুরু করে। এরই পর ওই একই দিনে আর্থিক কেলেঙ্কারি, স্বজনপ্রীতি এবং কর্মক্ষেত্রে অনিয়মিত হওয়ার কারণ দেখিয়ে ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তদন্ত (কমিটি) এই জন্যই করা হলো। যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে গেলে আমাদের নিয়ম-নীতি, বিধি-বিধান অনুসরণ করে না করলে সেটা আপনারাই চ্যালেঞ্জ করবেন। তদন্ত কমিটির রিপোর্ট দ্রুতই চলে আসবে বলে আমরা আশা করছি। আসার সাথে সাথে পদক্ষেপ নেব। এ ঘটনায় যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখানে কে কী করেছে, সেটাও আমরা ধরব। মন্ত্রী বলেন, একজন শিক্ষকের প্রতি এমন আচরণ কখনো হতে পারে না। সেই জন্যই আমরা গুরুত্ব সহকারে সাথে সাথে তদন্ত কমিটি পাঠিয়ে দিয়েছি। তারা ইনকোয়ারি করতে সময়তো লাগবে, একটা দিন লাগবে, একটা রাত লাগবে। এটার ব্যাপারে আমরা আমাদের প্রতিক্রিয়া সাথে সাথে জানিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানো কলঙ্কজনক শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ