Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআইয়ের কর্মকান্ড বিতর্কিত : নৌমন্ত্রী

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সারা বিশ্বে দুর্নীতির ধারণা সূচক নির্ধারক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) কর্মকান্ডকে বিতর্কিত হিসাবে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিজেই ট্রান্সপারেন্ট না। তাদের কাজের মধ্যেই অনেক অস্বচ্ছতা আছে। তাই, তারা কি বলল, না বলল, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যেসব তথ্যের ওপর নির্ভর করে তারা এসব করছে তার গ্রহণযোগ্যতা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে সাত মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি বলেন, নদীদূষণ নিয়ে সরকার খুবই উদ্বিগ্ন। এ ব্যাপারে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা যেকোনো মূল্যে ঢাকার চারটি নদী উদ্ধার ও দূষণমুক্ত করবো। এ ব্যাপারে সরকার কঠোর হবে।
মন্ত্রী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এক ধাপ পেছানোয় নিজের সন্তুষ্টির কথা জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
টিআইবির প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্নীতিতে বাংলাদেশ এক সময় এক নম্বরে ছিল, এখন ১৩ নম্বরে এসেছে। এটাতো ভালো খবর। শেখ হাসিনার য্যেগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশে দুর্নীতি কমেছে।
মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করতে শিগগির ফিজিবিলিটি স্টাডি শুরু করবে নৌপরিবহন মন্ত্রণালয়। যেকোনো মূল্যে ঢাকার চারটি নদী উদ্ধার ও দূষণমুক্ত করা হবে। এ ব্যাপারে সরকার কঠোর হবে। এই প্রকল্প পুরোপুরি চালু হতে আরও চার পাঁচ বছর সময় লাগতে পারে বলেও জানান মন্ত্রী।
নৌ-পরিবহনমন্ত্রী জানান, নদী দূষণের ৬০ ভাগ হয় শিল্পবর্জ্যরে কারণে। এর অন্যতম কারণ ট্যানারি। এজন্য ট্যানারি শিল্প ঢাকার বাইরে নেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আজকের বৈঠকে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে, রাজধানী থেকে ট্যানারি শিল্প সরাতে মন্ত্রণালয় যেন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। নির্দিষ্ট সময়ে ট্যানারি না সরালে কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দেয়া হয় বৈঠক থেকে।
বৈঠকে নৌমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিআইয়ের কর্মকান্ড বিতর্কিত : নৌমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ