Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওতা বাড়িয়ে ভ্যাটের হার যৌক্তিকিকরণের দাবি বরিশালে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’এর ওপর সেমিনার

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালে গতকাল কর উদ্বুদ্ধকরন বিষয়ক এক সেমিনারে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’এর ওপর সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবগর্, ব্যবসায়ী ও করদাতাগণ তাদের মতামত তুলে ধরেন। স্থানীয় একটি হোটেলে খুলনা কাস্টমস কমিশনারেট-এর কমিশনার কেএম অহিদুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ গাউস। সেমিনারে যুগ্ম কমিশনার মোঃ মাহমুদুল হাসান ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’এর ওপর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। সেমিনারে উপস্থিত ব্যবসায়ীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ বিভিন্ন সেবাখাতে ভ্যাটের আওতা বৃদ্ধি করে এর হার হ্রাসসহ যৌক্তিকিকরনের দাবি জানান। ভ্যাট প্রদানকারীগণ আরো বেশী সংখ্যক ব্যবসায়ী ও সেবাখাতকে ভ্যাটের আওতায় আনার পাশাপাশি তা ১৫% থেকে কমিয়ে ৫%Ñসাড়ে ৭%-এ হৃাস করারও দাবি তোলেন। সেমিনারে বরিশাল চেম্বার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু অভিযোগ করেন, বরিশাল বিভাগ হয়েছে ২৩ বছর আগে। কিন্তু আজ পর্যন্ত বরিশালে কাস্টমস ও ভ্যাট কমিশনারেট স্থাপিত হয়নি। অথচ বরিশাল কর অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে। তিনি ক্ষোভের সাথে বলেন, এখনো দক্ষিণাঞ্চলের মানুষকে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেকোন ঝামেলারর জন্য খুলনায় দৌঁড়াতে হচ্ছে। সেমনিারে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবিরÑপিপিএম-বার বলেন, দেশের উন্নয়নে বিশ্বের সব সরকারকেই ভ্যাটের মত নানা ধরনের কর ও শুল্ক আদায় করতে হয়। আমরাও যে কর দেব তা দেশের উন্নয়নে কাজে লাগবে। যা প্রত্যক্ষ ও পরক্ষোভাবে আমাদের সবার উপকারে আসবে। তবে তিনি দুঃখ করে বলেন, সমাজের কিছু অতি সুবিধাভোগী শ্রেণি আছেন যারা অনেক সময় নিজেকে আইনের উর্ধে ভাবেন। এমনকি পুলিশসহ যারা আইনÑশৃঙ্খলার দায়িত্বে তারাও অনেক সময় নিয়ম ভঙ্গ করেন বলে তিনি উল্লেখ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, আমাদের অনেক জনপ্রতিনিধি নির্বাচনে কোটি টাকারও বেশী খরচ করেন। কিন্তু নির্বাচিত হয়ে তারা বিনা শুল্কে গাড়ি আমদানীর সুযোগ নেন। এটা ঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে ডিআইজি হুমায়ুন কবির বলেন, দেশের ১৬ কোটি মানুষের অর্ধেক নারী। প্রতি বছর দেশে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার বেচাকেনাও হচ্ছে। কিন্তু বৈধ পথে দেশে সোনা আমদানীর কোন খবর পাওয়া যায়না। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোন বিমান বন্দরে আমাদের মত সোনা চোরাচালানের এরকম মুখরোচক খবর শোনা যায়নি। তিনি সোনা আমদানীতে ভ্যাটসহ সবধরনের কর যৌক্তিকিকরনেরও দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ গাউস বলেন, দেশের উন্নয়নে আমাদের সব ধরনের কর দিতে হবে। তিনি বলেন, পদ্মা সেতু হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরের কাজও শুরু হচ্ছে। লেবুখালীতে সেতু নির্মাণের কার্যক্রমও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চচলে উন্নয়নের দ্বার আরো উন্মোচিত হবে। আর উন্নয়নের সোপানে পৌঁছতে দেশের অর্থনীতি শক্তিশালী করনে ভ্যাটসহ সব ধরনের কর প্রদানে সকলকে এগিয়ে আশারও আহবান জানান তিনি। অনুষ্ঠানে ক্রিসেন্ট শিপিং লাইন্স-এর পরিচালক রিয়াজুর রহমান অভিযোগ করেন, নৌপথে যাত্রীবাহী নৌযানে বাতানুকল শ্রেণীতে ১৫% ভ্যাট আদায় করে সরকার। অথচ সরকারি রেলওয়ের বাতানুকুল শ্রেণীতে ভ্যাট আদায় হচ্ছে ৫%হারে। তিনি নৌযান নির্মাণ শিল্পের কাঁচামালের ওপর ভ্যাট হার হ্রাস করারও প্রস্তাব করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহম্মদ জাহিদ হাছান, কাস্টমস-এক্সাইজ ও ভ্যাট আপীল ট্রাইবুনালের কমিশনার মোঃ মাহবুবুজ্জামান ও বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
সেমিনারে অংশগ্রহণকারী প্রায় সব বক্তাই ভ্যাট হার যৌক্তিকীকরনের দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ