Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাশ-আপ সেল্ফি কনটেস্ট বিজয়ীরা পেলেন স্মার্টফোন

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি ঃ গতকাল মঙ্গলবার, জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো ‘ব্রাশ-আপ বৈশাখী সেল্ফি কনটেস্ট ১৪২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জনপ্রিয় সঙ্গীত তারকা মেহরীন মাহমুদ এবং জনপ্রিয় মডেল ফটোগ্রাফার ইকবাল আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেন স্বনামধন্য ব্র্যান্ডের ৬টি স্মার্টফোন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনফোর্ডস্ বাংলাদেশ লিমিটেড-এর ডিরেক্টর মো. আবুল কালাম আজাদ এবং সিওও মো. নুরুজ্জামান। দেশের জনপ্রিয় ওরাল কেয়ার ব্র্যান্ড ‘ব্রাশ-আপ’ সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ব্রাশ-আপ বৈশাখী সেল্ফি কনটেস্ট ১৪২৩’-এর আয়োজন করে। ১লা বৈশাখে দেশের বিভিন্ন স্থান থেকে ‘সিঙ্গল’ ও ‘কাপল্’ এই দুই ক্যাটেগরিতে উৎসাহীরা বৈশাখী সাজে তাদের হাসিমুখের সেল্ফি আপলোড করেন। সুস্থ দাঁত, সজীব নিঃশ্বাস আর নির্মল হাসির সুন্দর জীবন নিশ্চিত করতে ব্রাশ-আপ সবসময়ই প্রতিশ্রæতিবদ্ধ। অনেকগুলো সুন্দর হাসির সেল্ফি’র ভেতর থেকে ফেইসবুকের লাইক সংখ্যা আর বিচারকদের মতামতের উপর ভিত্তি করে দুই ক্যাটেগরিতে মোট ৬ জনকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। সিঙ্গল ক্যাটেগরিতে ১ম হয়েছেন কুশার নাহার রোশনী, ২য় মিশু মাসতুরা এবং ৩য় মো. জুবায়ের হোসেন খান। কাপল্ ক্যাটেগরিতে ১ম হয়েছেন শাহানাজ রহমান, ২য় হয়েছেন সানায়েত আল জাহির এবং ৩য় হয়েছেন এম নাসিম উদ্দিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাশ-আপ সেল্ফি কনটেস্ট বিজয়ীরা পেলেন স্মার্টফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ