পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে তিনি তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে মন্ত্রিসভায় কোনো পদ দেবেন না। কেনটাকির পাডুকার প্রাইমারি নিয়ে প্রচারাভিযানে ব্যস্ত হিলারিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। মঙ্গলবার এ প্রাইমারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। অবশ্য এর আগে অর্থনীতি সামাল দেয়ার বিষয়ে তার স্বামীর সক্ষমতা নিয়ে অনেকবার গর্ব করেছেন হিলারি। রোববারও ফোর্ট মিচেলে তিনি ঘোষণা করেছিলেন, মার্কিন অর্থনীতি চাঙ্গা করার দায়িত্ব বিল ক্লিনটনকে দেয়া হবে। অবশ্য রাতারাতি তার সে মনোভাব কেন পরিবর্তন হলো তা ব্যাখ্যা করেননি হিলারি। অবশ্য চলতি মাসের গোড়ার দিকে হিলারি বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।