পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষকদের ওপর পানিকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন শিক্ষকরা। গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এ সময় তারা সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টায় শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিতে তাদের ওপর পানিকামান দিয়ে পানি ছুড়ে পুলিশ। বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের সভাপতি আশিকাজ্জামান বলেন, সারাদেশে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থানের সময় পুলিশ আমাদের ওপর পানিকামান ব্যবহার করে। এ সময় অনেক শিক্ষক আহত হয়েছেন। তবে আমাদের ওপর যতোই হামলা হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবো। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অনশনরত এক শিক্ষক আহত হয়েছেন। শিক্ষক আফতাব উদ্দিনকে (৩৫) আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাট থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-২৭৮৬) গাবতলী যাচ্ছিল। গাড়িটি প্রেসক্লাবের সামনে আসলে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরতদের একজনকে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন। এসময় আন্দোলনরতদের মাঝে দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। কিন্তু শিক্ষকরা রাস্তা না ছাড়লে পানিকামান দিয়ে পানি ছোড়ে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।