Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু

অন্যত্র নিহত আরো ৩ জন

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল কুমিল্লা চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের ফুলপুর ১, চট্টগ্রামের মীর সরাইয়ে ১, খুলনায় ১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে ১০০ গজের মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় ১৪ শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা সদরের কলেজ রোডের মাথা ও সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-লালমনিরহাট জেলার আদিতমারীর মদনপুর গ্রামের আবদুল খালেকের ছেলে রিকশাচালক শরিফুল ও যাত্রী অজ্ঞাতনামা এক নারী (৩৫), চান্দিনা উপজেলার মহিশাল গ্রামের আবদুর রশিদের ছেলে পথচারী আরিফুল ইসলাম, টাঙ্গাইল জেলার ঘাটাইলের বন্দরকুলিয়া গ্রামের মুজিবুরের ছেলে ট্রাক্টরচালক সবুজ ও অজ্ঞাতনামা যুবক (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী পল্লী বিদ্যুতের ছোট খুঁটি বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৪৫৩০) সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশা ও পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ তিনজন নিহত হন। এদিকে, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কলেজ রোডের মাথায় কার্ভাডভ্যান, ফার্মের মুরগি বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো ন-১৬- ০৬৫৩) ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ সময় ট্রাক্টরে থাকা ১৪ জন মাটি কাটা শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে অজ্ঞাতনামা এক যুবককে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে দুপুরে দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাতনামা দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে মঙ্গলবার বিকেলে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা সার্ভিসের যাত্রীবাহী বাসের (১৪-৮৩০৭) সাথে বাগুন্দা মোড়ে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম সার্ভিসের বাসের (১১-৬৩৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ ধুমরে-মুচড়ে যাত্রীদের অর্ধশত আহত হন। শ্যামলী বাংলা বাসের দরজায় আটকে আলামিন (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়। আহদের মাঝে গুরুতর অবস্থায় ৫ জন ময়মনসিংহ ও ৪০ জন ফুলপুর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, সোমবার রাত ১২টায় মীরসরাইতে এক যুবদল নেতা মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহতের নাম মোশাররফ হোসেন (২৮)। সে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের ছুনি মুহুরী বাড়ির তাজুল ইসলাম প্রকাশ ধনা মিয়ার তৃতীয় পুত্র।
জানা গেছে, গত সোমবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলার মিঠাছরা বাজারে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাররফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টের জন্য চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাত ১২টায় চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। নিহত মোশাররফ হোসেন মীরসরাইয়ের ৭নং কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, বর্তমানে সে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। গত ৪ দিন পূর্বে ১৩ মে শুক্রবার তিনি বিবাহ বন্ধনের আবদ্ধ হয়।
খুলনা ব্যুরো জানান, খুলনায় মাহিন্দ্রার ধাক্কায় মো. রেজাউল শেখ (৫১) নামে একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার বাজিতপুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় মহানগরীর বয়রা বিভাগীয় কমিশনারের অফিসের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউল শেখ মোটরসাইকেলে খুলনা শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি মাহিন্দ্রা তাকে ধাক্কা দেয়। এতে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ