Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রার্থীর কলার ধরে লেডি মাস্তান ‘নির্বাচন থেকে না সরলে কর্মীরা তোর জান নিয়ে নেবে’

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর ইউপি নির্বাচনী সন্ত্রাসে নতুন মাত্রা যোগ হয়েছে। নির্বাচনী সহিংসতায় যোগ দিয়েছে বীণা নামে এক লেডি সন্ত্রাসী। ইউনিয়নটির নাম কাঁঠালিয়া। আর বীণা নামের লেডি সন্ত্রাসীটি হচ্ছে একই ইউনিয়ন চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী হারুন অর রশিদ মোল্লার দ্বিতীয় স্ত্রী। সে নিজেও ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদ প্রার্থী। বীণার সহিংসতার চোটে বিরোধীদলীয় প্রার্থীদের ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে। লেডি মাস্তান বীণার হুমকির কারণ ও ভয়ে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী নূর মোহাম্মদ প্রধান ও তার ভোটকর্মীরা মাঠে নামতে সাহস পাচ্ছে না। গত ১৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায় স্থানীয় খড়িয়া বাজারে হারুন মোল্লার সন্ত্রাসী ভোটকর্মীরা বিএনপি প্রার্থীর মাইক বন্ধ করে দেয়। তারা মাইকম্যানকে বাজার থেকে গালাগাল করে তাড়িয়ে দেয়। এ খবর জানতে পেরে বিএনপি প্রার্থী ঘটনাস্থলে গেলে লেডি সন্ত্রাসী বীণা ও সন্ত্রাসী ভোটকর্মীরা নূর মোহাম্মদকে চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে লেডি সন্ত্রাসী বীণা বিএনপি প্রার্থী নূর মোহাম্মদের শার্টের কলার চেপে ধরে বলে, ‘তোর এখনও সময় আছে নির্বাচন থেকে সরে দাঁড়া। নইলে আমার কর্মীরা তোর জান নিয়ে নেবে।’ একই সময় ৪০-৪৫ জনের এক দল নৌকা মার্কার সমর্থক তার উপর অতর্কিত হামলা করে। নূর মোহাম্মদ প্রাণ রক্ষার্থে দৌড়ে খড়িয়া বাজারস্থ একটি বিল্ডিংয়ের ডেন্টাল হলে গিয়ে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে চারদিক থেকে ঘিরে অবরুদ্ধ করে রাখে এবং গালিগালাজ করতে থাকে। দীর্ঘ ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর খবর পেয়ে মাধবদী ফাঁড়ি পুলিশের এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে বাড়ী পৌছে দেয়। এছাড়া লেডি মাস্তান বীণা ও সন্ত্রাসী ভোটকর্মীরা সারা ইউনিয়নে ঘুরে ঘুরে ধানের শীষের সকল পোস্টার ছিড়ে ফেলে এবং বিএনপির ভোট কর্মীদেরকে মারধোর করে বেড়াচ্ছে। বিএনপি প্রার্থী নুর মোহাম্মদ কোন এলাকায় গেলে সেখানেই বীণার বাহিনী হামলা চালাচ্ছে। তার গণসংযোগ নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করছে। প্রাণের ভয়ে আত্ম-গোপন করে কোন রকমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসারের নিকট দায়েরকৃত এক অভিযোগপত্রে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ প্রধান কাঠালিয়া ইউনিয়নে নির্বাচনী পরিবেশ নেই বলে জানিয়েছে। তিনি অতিসত্বর কাঠালিয়া ইউনিয়নে বীণা বাহিনীর এসব সন্ত্রাসী ঘটনা তদন্ত করে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থীর কলার ধরে লেডি মাস্তান ‘নির্বাচন থেকে না সরলে কর্মীরা তোর জান নিয়ে নেবে’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ