Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী কলেজ হোস্টেলে ছাত্রলীগের আগুন

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহী কলেজের দু’টি ছাত্র হোস্টেলে ছাত্রদলের কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করেছে। গতকাল দুপুরে কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলের কয়েকটি কক্ষে এ অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগের কর্মীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রাজশাহী কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে একটি হোস্টেলে তুলে নিয়ে যান। সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারধর করে চলে যায়। এরপর অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে।
এ খবর ছড়িয়ে পড়লে বেলা ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেল দু’টিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজে। এ সময় তাদের না পেয়ে হোস্টেল দু’টির ছাত্রদলের কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।
নগরীর বোয়ালিয়া থানার ওসি জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনাকর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষ এড়াতে কলেজে এখনো পুলিশ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী কলেজ হোস্টেলে ছাত্রলীগের আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ