Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আসন্ন রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন। প্রাথমিকভাবে শুক্রাবাদ বাসস্ট্যান্ড (উভয় পাশে) ও নিউমার্কেট এলাকায় (কাঁচা বাজার ঢোকার মুখে মিরপুর রোড) থেকে রোজার প্রতিদিন সন্ধ্যা ৬-২০ মি. থেকে সন্ধ্যা ৬-৪০ মি. পর্যন্ত সময়ে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে ইফতারের ব্যবস্থা করা হবে। আর্থিক সহযোগিতা পাওয়া গেলে ক্রমান্বয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হবে। কর্পোরেট সেক্টর ইফতারিতে তাদের প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করতে পারেন। এই কর্মসূচিতে যারা আর্থিক বা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করতে চান তাদেরকে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ : ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ী নং-১৯, সড়ক নং-১২, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ইমেইল: ফধসনমফ@মসধরষ.পড়স, ফোন নম্বর : নজরুল ইসলাম-০১৭১১০৬৬৮০৮, আবদুল হাই : ০১৫৫২৪৬২৭৩৮, আনিসুল কবির জাসির : ০১৯১১৩৫১৬০৩। ফেসবুক : িি.িভধপবনড়ড়শ.পড়স/ফধস.নমফ.

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ