Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণ খাতে দক্ষ শ্রমিক তৈরিতে ১২টি টেকনিক্যাল ইন্সটিটিউটের সাথে রিহ্যাবের চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ৯:৫৫ পিএম

নির্মাণ খাতে দক্ষ শ্রমিক তৈরিতে এসইআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণের জন্য রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছে ১২টি টেকনিক্যাল ইন্সটিটিউট।

সোমবার (৪ মার্চ) রিহ্যাব কার্যালয়ে এই চুক্তিপত্র স্বাক্ষর হয়। রিহ্যাব এর পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল ইন্সটিটিউটের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালকরা।

এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. আল আমিন, রিহ্যাব পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসইআইপি প্রকল্প পরিচালিত হচ্ছে। এতে প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ২০১৯ সালে এই প্রকল্পের আওতায় ৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং এ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।



 

Show all comments
  • Habibul Bashar Mahbub ৪ মার্চ, ২০১৯, ১১:২২ পিএম says : 0
    অনেক ভাল উদ্যোগ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ