পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আগামীকাল ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্ট্রিখাতে উপমহাদেশের সবচেয়ে বড় আয়োজন- ১১তম আন্তর্জাতিক শো ও পোল্ট্রি সেমিনারের প্রথম অধ্যায় ‘আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার’। ৫ থেকে ৯ মার্চ পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার হোটেল লা মেরিডিয়ানে সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে।
উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ড. নিং ইয়াং, ওয়াপসা-বাংলাদেশের সভাপতি শামসুল আরেফিন খালেদ, বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান।
দুপুর ২টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুষ্টিবিদ, পোল্ট্রি ব্রিডিং ও জেনেটিকসের বিশ্বখ্যাত বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময়।
উপমহাদেশের পোল্ট্রিখাতের মূল লক্ষ্য হচ্ছে- পোল্ট্রি শিল্পে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা। এবারের স্লোগান ‘পোল্ট্রি ফর হেলদি লিভিং’। এই সেমিনারে অংশ নিচ্ছেন ১৫টি দেশের পোল্ট্রি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। ৫ ও ৬ মার্চ এ দু’দিন উপস্থাপিত হবে মোট ৯৯টি সায়েন্টিফিক পেপার। এর মধ্যে ওরাল প্রেজেন্টেশন থাকবে ৪৫ টি এবং পোষ্টার প্রেজেন্টেশন ৫৪ টি।
উল্লেখ্য, সেমিনারে এমন ১৩ জন বিজ্ঞানী ও গবেষক এবার বাংলাদেশে আসছেন যাঁদের ইউরোপ-আমেরিকার অনেক বড় বড় পোল্ট্রি শো’তেও পাওয়া যায়না। ফলে পোল্ট্রির পুষ্টি ও ব্যবস্থাপনা এবং পোল্ট্রি ব্রিডিং ও জেনেটিকস নিয়ে যে কোন প্রশ্নের উত্তর সরাসরি আপনারা তাঁদের কাছ থেকে পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।