পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে সেলিম উদ্দিন (২৪) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল ছ্যাম গ্রামের আবদুস সালামের ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী স্কুল ছ্যাম গ্রামের সেলিম উদ্দিন রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মনোহরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের অভ্যন্তরে রেস ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি ছুড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক সেলিমের কয়েকজন আত্মীয়রা জানায়, মামলা ও অন্যান্য হয়রানির ভয়ে ঘটনা
জানাজানির আগেই রাত সাড়ে ৩টার দিকে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আবুল এহসান জানান, ঘটনাটি শুনেছি, খোঁজ-খবর নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।