Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনুর মামলা ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দায়ের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি মামলা ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মিনুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানিতে অংশ নেন। আদেশের পরে খুরশিদ আলম খান বলেন, অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় দুদক মিনুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। কিন্তু হাইকোর্ট মামলা স্থগিত করে রুল জারি করেন। আপিল বিভাগের এ আদেশের ফলে মিনুর বিরুদ্ধে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে।
মামলার বিবরণে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০০৮ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় মিজানুর রহমানের মিনুর বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। এসব মামলা বর্তমানে নি¤œ আদালতে বিচারাধীন রয়েছে।এই চারটি মামলা বাতিল ও স্থগিত চেয়ে পরবর্তী সময়ে হাইকোর্টে আবেদন করেন মিনু। শুনানি শেষে এপ্রিল মাসে হাইকোর্ট ওই সব মামলা স্থগিত করে এবং কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল জারি করেন। এর পর গত সপ্তাহে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের শুনানি শেষে আজ আপিল বিভাগ এই আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিনুর মামলা ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ