Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিবি সভাপতির উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের উপর হামলাকারী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে শহরতলী বালুচরস্থ জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগের এই ক্যাডারকে গ্রেপ্তারে রোববার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে অভিযান শুরু করে শাহপরান থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে বালুচরস্থ জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিপুর বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ কয়েকজন আহত হন। এছাড়াও সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে। ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিবি সভাপতির উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ