পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার দেওয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেওয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে রোবাবর (৩ মার্চ) কোনো লিমিট দেওয়া হয়নি। কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম, সিঙ্গার বিডি এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পরিষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ দশমিক ৯৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ দশমিক ৭৯ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০ দশমিক ১৩ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ দশমিক ০৬ টাকা ঋতাত্মক। ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় সিঙ্গার ফ্যাক্টরি, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড:
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে শূণ্য দশমিক ১৮ টাকা। যা আগের বছর একই সময় ইউনিট প্রতি আয় ছিল ১ দশমিক ২৫ টাকা। এছাড়া আলোচিত সময় ফান্ডটির ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো শূণ্য দশমিক ১২ টাকা। যা আগের বছর একই সময় ছিল শূণ্য দশমিক ২০ টাকা। এদিকে বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ দশমিক ৭৮ টাকা। আর ক্রয় মূল্য অনুযায়ী ইউনিট প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ দশমিক ৮৯ টাকা। ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড:
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূণ্য দশমিক ৭৩ টাকা, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) শূণ্য দশমিক ৭৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১ দশমিক ৮৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।