পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় ৩ গ্রেফতারকৃতকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
গতকাল রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত তিন ব্যক্তির মধ্যে আব্দুর রহিম (৪০) ও জিয়াউল হক (৩৫) মিয়ানমারের নাগরিক এবং ছামং চাক নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের বাসিন্দা। এই তিন ব্যক্তিকে ঘটনার আগে বাইশারীর উপর চাকপাড়া ও আশপাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন ব্যক্তির হত্যাকা- সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতের কোনো এক সময়ে ঘাড় ও গলা কেটে হত্যা করা হয় নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়ার বৌদ্ধ ভিক্ষু উদাইংমে ওয়াইংসা (পাইসাং উ) (৮০)কে। শনিবার রাতে নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।