পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : বি.বাড়িয়ার বিজয়নগর উপজেলায় নির্বাচনী বিরোধের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। এদিকে নাটোরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নির্বাচনী বিরোধের জের ধরে নূর চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। গত রোববার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়। চম্পকনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই মোমেন ভূইয়া বলেন, শাদত মেম্বার ও লোকমান চৌধুরীর মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ হয়। এ বিরোধের জের ধরে তার ভাই নুরু চৌধুরী বাড়ি ডেকে নিয়ে খুন করে। তিনি আরো বলেন, শাদত মেম্বারের গোষ্ঠীর হাছুু, শাহজাহান, দানা, হুমায়ুনসহ আরো বেশ কয়েকজন তাকে রোববার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নূরপুর দেরীমুড়া নামক স্থানে কুপিয়ে হত্যা করে। সকালে গ্রামের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিজয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।