Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মেলায় আরএফএল প্লাস্টিকস্ ক্রয়ে ব্যাংকক ভ্রমণের সুযোগ

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরএফএল প্লাস্টিকস্ এর র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে
দেয়া হয়েছে। সম্প্রতি মেলা প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় আরএফএল প্লাস্টিকস্ এর পণ্য ক্রয়ে প্রথম ১৫ দিনের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সর্বমোট ৩০ জন ক্রেতা তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেছেন। প্রথম পুরস্কার ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ বিমান টিকেট জিতেছে শান্তিবাগের রিপা ইসলাম। এছাড়া ১৪ জন ক্রেতা সেলিব্রেটিদের সাথে ডিনারের সুযোগ পেয়েছেন। আরও ১৫ জন পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বিনামূল্যে মেডিকেল চেক আপের সুযোগ। বাণিজ্য মেলার ১৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রায় ৩ হাজার পণ্যের পসরা বসিয়েছে আরএফএল প্লাস্টিকস। সোফা, ওয়ারড্রোব, কনটেইনার থেকে শুরু করে সব পণ্যে শতকরা ১৫ ভাগ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। এছাড়া বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত পণ্য ক্রয়ের সাথে ক্রেতারা একটি কুপন পাচ্ছেন। এই কুপন থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চারটি প্যাভিলিয়ন, দুইটি প্রিমিয়ার স্টল এবং তিনটি স্টল নিয়ে হাজির হয়েছে আরএফএল। আকর্ষণীয় প্যাকেজে মানসম্পন্ন পণ্য ক্রয়ের পাশাপাশি বাড়তি উপহার প্রাপ্তির সুবাদে আরএফএল-এর প্যাভিলিয়নগুলো ক্রেতা এবং দর্শনার্থীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকস-এর হেড অফ মার্কেটিং এসএম আরাফাতুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সানিউল হাসান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য মেলায় আরএফএল প্লাস্টিকস্ ক্রয়ে ব্যাংকক ভ্রমণের সুযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ