Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মিটারগেজকে ব্রডগেজে রূপান্তর করা হবে -রেলমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ৫:৫৮ পিএম

সেবার মান বাড়াতে ঢাকা-চট্টগ্রাম রেলপথসহ দেশের সবকটি মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার (১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এতে করে ট্রেনের ক্রসিং সংখ্যা কমবে। যাত্রীসেবার মান বাড়বে। এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে ২০০ কোচ আনা হবে। চাহিদা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ এসব কোচ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।
নূরুল ইসলাম সুজন বলেন, ১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে যে আটটি রেলপথ ছিল, সেগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। এটা-সেটা নিয়ে বিভিন্ন জায়গায় নালিশ করে। তাদের উচিৎ এগুলো না করে জনগণের কাছে যাওয়া।
এসময় রেলপথমন্ত্রীর সঙ্গে ছিলেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

Show all comments
  • আমিন খান ৫ মার্চ, ২০১৯, ৩:০৬ পিএম says : 0
    এই প্রকল্পটি কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে তা জাতি জানতে চাই। ভারতের সাথে এই ৮ টি লাইন চালু হলে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী

৩১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ