পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারত পরস্পরের ভূখন্ডে বিমান হামলা চালানোর পর শান্তির স্বপক্ষে আওয়াজ উঠেছে বিশ্বব্যাপী। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থা যুদ্ধের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। এই পথটিকেই সঠিক এবং ইতিবাচক মেনে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আজ শুক্রবার মুক্তি দেয়া হবে বলে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ পাকিস্তানের নিযুক্ত ভারতীয় হাই-কমিশনারের কাছে আটক অভিনন্দনকে হস্তান্তর করা হবে। ইমরান খান বলেছেন, আমরা যে শান্তি চাই এর প্রমাণ হিসেবেই তাকে মুক্তি দেয়া হচ্ছে। তবে তিনি একথাও স্মরণ করিয়ে দিতে ভোলেননি যে, উত্তেজনা কমানোর উপায় হিসেবে ঘোষিত এই পদক্ষেপকে ভারতের পক্ষ থেকে দুর্বলতা ভাবা উচিত হবে না। অভিনন্দনের মুক্তির ঘোষণাকে ‘সুনাম তৈরিতে এক ধাপ এগোলো পাকিস্তান’ বলে স্বাগত জানিয়েছে ভারত। চলমান উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সউদী পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর আজ পাকিস্তান আসছেন। রাশিয়া জানিয়েছে, বিবদমান পক্ষ সম্মত হলে তারা দেশ দু’টির মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছে। শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইও ইমরান খান ও নরেন্দ্র মোদির মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান থেকে ‘যথোপযুুক্ত’ সংবাদ মিলছে এবং আশা করছি যুদ্ধের ইতি ঘটবে। ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় এবার সৌহার্দ্যের বার্তা দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘পাকিস্তান তোমাদের শত্রু নয়’। আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মেয়ে পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টো। এদিকে দু’দেশের মধ্যে উত্তেজনার এখনো ইতি ঘটেনি। ভারত সীমান্তে তারা যেমন যুদ্ধকালে স্থানীয় লোকদের আশ্রয়ের জন্য ১৪ হাজার বাঙ্কার খনন করছে, তেমনি পাকিস্তান সীমান্ত জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এর আগেই পাকিস্তানের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে বিমানজট সৃষ্টি হয়েছে, বিড়ম্বনায় পড়েছেন লাখ লাখ বিমানযাত্রী।
উত্তেজনা প্রশমনে শান্তির ইঙ্গিত হিসেবে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘উত্তেজনা কমানোর এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত হবে না।’
গতকাল পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ফেরতের ঘোষণা দেয়ার পর এ মন্তব্য করেন তিনি। পাক এই প্রধানমন্ত্রী বলেন, সব সঙ্কটই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কারতারপুর করিডোর খোলা সত্তে¡ও আমরা ভারতের কোনো সাড়া পাইনি। ‘পুলওয়ামা হামলার ৩০ মিনিটের মধ্যে আমাদের ওপর দায় চাপানো হল। আমি বলছি না যে, ভারতের কোনো বিষয়ে পাকিস্তানের ভূমিকা আছে, তবে আমি তাদের তথ্য-প্রমাণ শেয়ার করার আহ্বান জানিয়েছিলাম।’
পাকিস্তানের গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতের গণমাধ্যম যুদ্ধের হিস্টিরিয়া তৈরি করেছে। আমাদের গণমাধ্যম একাত্মতা দেখিয়েছে এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে।’ ইমরান খান বলেন, আমরা বুঝতে পারছিলাম যে, তারা (ভারত) কিছু করবে। কিন্তু আমাদের অভিযান চালানোর উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন এবং আমরা সেটি করেছি।
‘আমরা ভারতের কোনো হতাহতের ঘটনা ঘটাতে চাইনি। সেজন্য দায়িত্বশীল উপায়ে কাজ করতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, ভারত যদি কিছু করে, তাহলে আমরা তার জবাব দেব।’ তিনি বলেন, ভারত জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে। তারা আক্রমণ চালানোর দু’দিন পর আজ আমাদের কাছে কিছু নথি দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভুল হিসেবের ফলে অনেক দেশ ধ্বংস হয়েছে। যুদ্ধ কোনো সমাধান নয়। ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের প্রতিশোধ নিতে হবে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এক দিক থেকে কাশ্মীরি নেতারা বিচ্ছিন্ন হতে চাননি। কিন্তু ভারতের নৃশংসতার কারণে আজ তারা সবাই স্বাধীনতা চান।
কাশ্মীরের সব ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করার এই প্রবণতা কত দিন পর্যন্ত চলবে, প্রশ্ন ইমরান খানের। তিনি বলেন, কাশ্মীর ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া উচিত নয়। নতুবা পাকিস্তান প্রতিশোধ নেবে।
শান্তির আবহ সৃষ্টির মাঝে গতকালও সীমান্তরেখা বরাবর দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরই মাঝে ভারত সীমান্তে ১৪ হাজার বাঙ্কার খনন করছে বলে জানা গেছে। দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে স্থানীয় অধিবাসীদের যাতে সেগুলোতে আশ্রয় দেয়া যায় সে লক্ষ্যেই এসব বাঙ্কার খনন করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ শুক্রবার পাকিস্তান সফরে আসছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, বুধবার দিবাগত রাতে সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। তার এ ইচ্ছাকে আমি স্বাগত জানিয়েছি।
বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরালে যদি ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয়, তাতে আপত্তি নেই পাকিস্তানের। এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান। যে কোনো রকম ইতিবাচক পদক্ষেপেই প্রস্তুত তারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনা কমবে। আসবে আরও কিছু ভাল খবর । ভিয়েতনামের হ্যানয়-এ একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে ট্রাম্পের মন্তব্য, ‘ভারত এবং পাকিস্তান এই উত্তেজনা বাড়িয়েই যাচ্ছিল আর আমরা ওদের থামাতে নানাভাবে চেষ্টা চালাচ্ছিলাম। মধ্যস্থতা করে কীভাবে ওদের থামানো যায় সেই চেষ্টাই করছিলাম আমরা।’
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪৪ জন ভারতীয় জওয়ান মারা যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় উত্তেজনা। মঙ্গলবার ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ভারতের মিরাজ যুদ্ধবিমান বোমাবর্ষণ করায় চরমে ওঠে উত্তেজনা। সেই উত্তেজনায় রাশ টানতে দুই দেশকেই সংযত হওয়ার পরামর্শ দিচ্ছিল আন্তর্জাতিক দুনিয়া। আমেরিকা, চীন থেকে শুরু করে ইউরোপিয় ইউনিয়ন, সবারই বক্তব্য ছিল’ যুদ্ধবিমান নয়, আলোচনার রাস্তায় বসে ঝামেলা মিটিয়ে নিক ভারত ও পাকিস্তান।
এদিকে পাকিস্তানের বালাকোটে মঙ্গলবারের বিমান অভিযানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে অন্তত ৩০০ জঙ্গি নিহত হওয়ার দাবি করেছিল ভারত। তবে পাকিস্তানের পাশাপাশি নামী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও কার্যত সে দাবি স্বীকার করছে না। ইসলামাবাদ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক দল সাংবাদিককে বুধবার বালাকোটের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
দুই পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিনিধিকে জানিয়েছেন, বালাকোটে যেখানে ভারতীয় বিমান বোমা ফেলেছে, সেখানে হয়তো জঙ্গি ঘাঁটি ছিল। কিন্তু ২০০৫-এ ভয়ঙ্কর ভূমিকম্পের পরে বিদেশি ত্রাণ সংস্থাগুলি ওই অঞ্চলে যাতায়াত শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়েই জঙ্গিরা বালাকোটের এই এলাকা ছেড়ে অন্য কোথাও সরে যায়। সুতরাং ভারতীয় বোমায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশ কম বলে তাদের ধারণা।
যেভাবে ধরা হয় ভারতীয় পাইলটকে : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজ্জাক চৌধুরী পাইলটকে কীভাবে ধরা হয় তার বর্ণনা দেন। বুধবার সকালে দুটি যুদ্ধবিমানের লড়াইয়ের শব্দ শোনেন তিনি। একসময় তিনি দেখেন দুটি বিমানেই আগুন লেগে গিয়েছে। এর মধ্যে একটি বিমান দ্রুত নিচে নামতে থাকে। পরে সেটি রাজ্জাকের বাড়ির কিছু দূরে গিয়ে বিধ্বস্ত হয়। এ সময় তিনি প্যারাসুট নিয়ে একজনকে নামতে দেখেন। নিচে নেমে আসলে পাইলটটি দ্রুত একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় তাকে ধরার জন্য স্থানীয় কয়েকজন তরুণ ছুটে যান।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই পাইলটের কাছে তখন পিস্তল ছিল। তিনি পিস্তলটি দিয়ে শূন্যে কয়েকটি গুলি করেন। এতে করে তরুণরা পাথর হাতে তুলে নেন। পাইলটকে অস্ত্র ফেলে দিতে বলেন তারা। কিন্তু তিনি তা করেননি। এসময় তারা পাইলটের পায়ে আঘাত করেন। উপায় না পেয়ে পাইলট তাকে মেরে না ফেলার আহ্বান জানান। এ সময় পাকিস্তানের সেনারা চলে আসে। পাইলটকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সেনাবাহিনীর গাড়িতে তুলে ভিমবার এলাকায় সেনা ক্যাম্পে নেওয়া হয়।
ভারতীয় পাইলট বলেন, পাকিস্তানি সেনারা আমাকে বিমান বিধ্বস্তের স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তারা আমাকে চিকিৎসার ব্যবস্থা করে। আমি পাকিস্তানি সেনাদের ব্যবহারে মুগ্ধ। ভারতেরও উচিত এমন পথ অনুসরণ করা।
যিনি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করেন : পাকিস্তানের স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী গুলি করে ভারতের ওই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন। তিনি করাচীর পাইলট। সফলভাবে অভিযান পরিচালনা করায় পাকিস্তানে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, আরব নিউজ ও এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।