Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি-তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৪৩ পিএম

'বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি'র সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যু দেশের
জন্য অপূরণীয় ক্ষতি বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এদিন সকালে চিকিৎসারত অবস্থায়
মৃত্যুর কোলে ঢলে পড়া শাহ আলমগীরের জানাজায় অংশ নিয়ে তার মরদেহে
পুষ্পার্পণের পর সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তথ্যসচিব আবদুল মালেক এসময়
উপস্থিত ছিলেন।

ড. হাছান বলেন, 'শাহ আলমগীর শুধু একজন প্রথিতযশা সাংবাদিক ও বাংলাদেশ প্রেস
ইন্সটিটিউটের মহাপরিচালকই ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। সেইসাথে
প্রশাসনিক দক্ষতার জন্য পিআইবি'র মহাপরিচালক হিসেবে নিয়োগের পর তার মেয়াদ
কয়েক দফা বৃদ্ধি করে সরকার।

শাহ আলমগীরের প্রয়াণকে অকস্মাৎ বর্ণনা করে মন্ত্রী বলেন, 'ক'দিন আগে
হাসপাতালে দেখতে গিয়েও তাকে প্রাণময় মনে হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশে তার সুচিকিৎসার জন্য দেশে-বিদেশে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল।
তার এ অকাল ও অসময়ে চলে যাওয়া শুধু গণমাধ্যম জগত নয়, দেশের জন্যই এক
অপূরণীয় ক্ষতি', বলেন ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা
করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ