Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষক দলের আহ্বায়ক দুদু সদস্য সচিব তুহিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫৭ পিএম | আপডেট : ৯:৪৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। এছাড়া কৃষক দলের নতুন এই কমিটিতে ১২ জন যুগ্ম আহবায়ক, ১৩৯ জন সদস্য নিয়ে সর্বমোট ১৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কৃষক দলের ১৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণ আহবায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া ১২ জন যুগ্ম আহ্বায়ক হলেন- যুগ্ম আহ্বায়ক এড: আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন মো: জসিম, মোঃ তোফাজ্জল হোসেন, এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো: নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

১৩৯ জন সদস্যদের মধ্যে রয়েছেন- এড: গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইফুল ইসলাম শিশির, এড. সৈয়দ সাবেরুল হক সাবু, মেহেদী আহমেদ পলাশ, ইলিয়াস আহমেদ পাল, এম এ হালিম, জিয়াউল হায়দার পলাশ, প্রকৌশলী টি এস আইয়ুব, এ্যাড: নাসির হায়দার, শহিদুল ইসলাম ভূঁইয়া, ফেরদৌস পাটোয়ারী, অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, আবু তাহের, ওবায়েদ উল্লাহ পিন্টু, এস কে সাদী, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম মোল্লা, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, মো: আফসার উদ্দিন, আনোয়ারুল ইসলাম বাদশা, সিরাজুল ইসলাম, রুস্তম আলী চাষী, ফখরুল আলম, ফজলুর রহমান, এম এ মুছাব্বির, তৌহিদ আহমেদ, মুজাহিদুল ইসলাম ইদ্রীস, সালাউদ্দিন খান মিলকী, এনায়েত উল্লাহ খোকন, লুৎফর রহমান, শহিদুল কাউনাইন টিলু, শফিউল আলম শফি, শেখ মো: মহসিন, এনএস শাহজাহান খান পাঠান, মো: আবুজাফর সিদ্দীক, সেলিম হোসেন, মো: আলীম হোসেন, মো: আমিনুর রহমান দিপক, জুলফিকার আলী ভুট্টো, সফিকুল ইসলাম সফি, মো: মাইনুল ইসলাম, নাছির উদ্দীন হাজারী, শাহীন ইকবাল সাবু, লায়ন মো: আক্তার হোসেন সেন্টু, মো: আলমগীর চৌধুরী, বায়েজিদ বোস্তামী, মো: জহির আলী, মো: মাহমুদুল আলম, মো: আবদুল কুদ্দুস, মো: কামরুজ্জামান সেলিম, মো: বেলাল হোসেন, সলিমুল্লাহ বাহার হিরন (নোয়াখালী), রবিউল হাসান পলাশ (নোয়াখালী), সুলতান ফেরদৌস নম্র (ঠাকুরগাঁও), মো: আনোয়ারুল হক (ঠাকুরগাঁও), মো: জাফরুল্লাহ (ঠাকুরগাঁও), মো: মাহবুবুর রহমান সানা (ঠাকুরগাঁও), কাজী খয়রাত হোসেন (রংপুর), আকরাম হোসেন মন্ডল (বগুড়া), রফিকুল ইসলাম রফিক (বগুড়া), আজিজুর রহমান বাচ্চু (রাজশাহী), খন্দকার মোসাদ্দেক হোসেন মান্নাফ (পাবনা), বাবু শ্যামল হোড় (টাঙ্গাইল), মাহমুদুল হক সানু (টাঙ্গাইল), ইঞ্জি: আব্দুস সালাম (জামালপুর), আবুল বাশার আকন্দ (ময়মনসিংহ উত্তর), আজিজুল হক খান (ময়মনসিংহ দক্ষিণ), এসএম গোলাম কবির (কুষ্টিয়া), হাসান সালেহ (যশোর), ইসহাক কাদের চৌধুরী (চট্টগ্রাম), মো: শাহজাহান সিকদার (পটুয়াখালী), মোহাম্মদ গাদ্দাফি (সিলেট), বিশ্বজিৎ তঞ্চঙ্গা (বান্দরবান), মো: ইসলাম হোসেন (বান্দরবান), এমএ রশিদ (ঢাকা), আতম মিসবাহ (সুনামগঞ্জ), আবু সাইদ মো: খালিদ (সুনামগঞ্জ), মো: মাহবুবুর রহমান আউয়াল (হবিগঞ্জ), মো: আলতাফ হোসেন তালুকদার (বরিশাল), মো: ইলিয়াস হোসেন (বরিশাল), মো: সাবির হাসান বাচ্চু (পাবনা), মকবুল হোসেন (যশোর), রফিকুল ইসলাম রফিক (কুড়িগ্রাম), মো: আব্দুল মান্নান সবুজ (কুড়িগ্রাম), এ্যাড. আ স ম আব্দুর রউফ (চুয়াডাঙ্গা), এমএ করিম মন্ডল (পঞ্চগড়), আমিনুল ইসলাম আঙ্গুর (শেরপুর), মো: নূরুল হুদা খান বাবু (খুলনা), মো: তৌফিকুর রহমান তপু (খুলনা), আমীর হোসেন চাষী (লক্ষ¥ীপুর), এম এ খালেক (বরগুনা), মাহমুদুল হাসান নিজামী (রাঙ্গামাটি), নজরুল ইসলাম বাচ্চু (মুন্সিগঞ্জ), রওশন আলী প্রামাণিক (নাটোর), আব্দুল হান্নান (খাগড়াছড়ি), নজরুল ইসলাম মন্ডল (গাজীপুর), মো: মাসুদ রানা (গাজীপুর), মো: ইলিয়াস হোসেন (গাইবান্ধা), সালাহউদ্দীন খান (পাবনা), লায়ন মিয়া মো: আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, মিজানুর রহমান মিজান, মো: নাছির উদ্দীনভূঁইয়া, তোফাজ্জল হোসেন, গাজী আলাউদ্দীন, হাজি মো: মোজাম্মেল হক, মো: নাছির উদ্দীন আহমেদ বাচ্চু (পিরোজপুর), বিলকিস রিতা, মীর মমিনুর রহমান সুজন, জহির ফারুক (নেত্রকোনা), শাহ নেওয়াজ রহমান লাবু (রংপুর), তারিকুল ইসলাম (কক্সবাজার), হলিমা খান লুচি, কৃষিবিদ আবুল মোবারক (ফেনী), কৃষিবিদ আব্দুল মালেক (বগুড়া), কৃষিবিদ রমজান আলী (চুয়াডাঙ্গা), কৃষিবিদ মো: শেরশাহ (রাজশাহী), কৃষিবিদ মো: আব্দুল হান্নান (ঢাকা), কৃষিবিদ মো: গিয়াস উদ্দীন (ফরিদপুর), খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, আতিকুল ইসলাম (চট্টগ্রাম), ওয়াদুুদ হাসান পিন্টু (রাজশাহী), সাইফুল ইসলাম (রাজশাহী), শিব্বির আহমেদ (ঢাকা), আশজাদুল আরিশ ডল (রামপুরা), হারুণ শিকদার (মুগদা), মো: আব্দুর রাজী (বংশাল), মো: ওমর নাসির (দারুস্ সালাম), জহিরুল হক জহির (যাত্রাবাড়ী), মো: জাহাঙ্গির আলম (শাহবাগ), মো: জাহিদ হোসেন নেছার, রিয়াজ উদ্দীন আহমেদ, মো: শফিকুল ইসলাম (যশোর), শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ), মো: ওলি উল্লাহ (বাগেরহাট), মো: জামাল হোসেন (যাত্রাবাড়ী), হাজী সাখাওয়াত হোসেন নান্নু, কেএএম জাহিদুল ইসলাম।

 



 

Show all comments
  • মোঃ দিদার হোসেন ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০০ পিএম says : 0
    এভাবে ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করে নতুন কমিটি করা হউক। সাগতম কৃষক দলের নতুন কমিটিকে।
    Total Reply(0) Reply
  • মোঃ জুয়েল তালুকদার ২২ এপ্রিল, ২০২২, ১:০৬ এএম says : 0
    সাগতম কৃষক দলের নতুন কমিটিকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক দল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ