পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে হয়েছে। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৮ মার্চ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার বেলা ১২টা ৫০ মিনিটে পুরান ঢাকার বকশিবাজারে ঢাকা আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে খালেদা জিয়াকে হাজির করা হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
এর আগে এ মামলায় জব্দকৃত আলামত ও নথির জন্য আবেদন করেছিল আসামি পক্ষ। কিন্তু সেগুলো এখনো না পাওয়ার বিষয়টি আজ আদালতকে জানিয়েছে শুনানির জন্য আরো সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
আজ কারাবন্দি খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বকশিবাজার কারাগারে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল গোলাপী রঙের শাড়ি। একটি ওড়না দিয়ে শরীর ঢাকা ছিল। তার কোমর থেকে পা পর্যন্ত একটি সাদা কাপড়ে ঢাকা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।