Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল নিয়োগে নতুন বিধিমালা

তৃতীয় শ্রেণি নয় একটিতে অবশ্যই প্রথম শ্রেণি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:০৩ পিএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার নতুন বিধান জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর এ-সংক্রান্ত বিধানে সংশোধনী পরিপত্র আকারে জারি করছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এর আগে গতবছরের ২৮ আগস্ট সাময়িকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগ স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় ছয় মাস বন্ধের পর এসব পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হলো। মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রতিস্থাপন করা হলো।

নতুন নীতিমালায় নিয়োগের ক্ষেত্রে নতুন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি বিদ্যালয়ে প্রিন্সিপাল নিয়োগের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। তার মধ্যে একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। অভিক্ষতার ক্ষেত্রে এমপিওভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল অথবা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল অথবা এমপিওভুক্ত হিসেবে কোনো কলেজে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে মহাবিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমান হলেও ডিগ্রি কলেজে প্রিন্সিপাল অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল বা উচ্চ মাধ্যমিক কলেজে অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল পদে তিন বছর অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক কলেজে প্রিন্সিপাল নিয়োগের জন্য শিক্ষকতায় মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি ভাইস-প্রিন্সিপাল নিয়োগের জন্য স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল বা উচ্চ মাধ্যমিক কলেজে প্রিন্সিপাল অথবা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে।

উচ্চ মাধ্যমিকে প্রিন্সিপালের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্সিপাল নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অথবা উচ্চ মাধ্যমিক কলেজের প্রিন্সিপাল অথবা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্নাতক (পাস) কলেজে প্রিন্সিপাল কলেজ: স্নাতক (পাস) কলেজে প্রিন্সিপাল নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল অথবা উচ্চ মাধ্যমিক কলেজের ভাইস-প্রিন্সিপাল অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উচ্চ মাধ্যমিক কলেজে প্রিন্সিপাল নিয়োগ: উচ্চ মাধ্যমিক কলেজে প্রিন্সিপাল নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অথবা উচ্চ মাধ্যমিক কলেজের প্রিন্সিপাল অথবা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলেজে ভাইস-প্রিন্সিপাল নিয়োগ: উচ্চ মাধ্যমিক কলেজে ভাইস-প্রিন্সিপাল নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অথবা উচ্চ মাধ্যমিক কলেজের প্রিন্সিপাল অথবা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



 

Show all comments
  • Professor Md. Nurul Alam ২৯ মে, ২০২১, ১০:৩০ পিএম says : 0
    বর্তমানে MPO ভূক্ত শিক্ষাপ্রতিষ্টান থেকে ৬০ বছর বয়সে অবসরপ্রাপ্ত সুস্হ শিক্ষকদের প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও MPO ভূক্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক চাকুরী করার কোন সুযোগ না থাকায় শিক্ষার্থীগন অভিজ্ঞ শিক্ষকদের সাহচার্য থেকে বঞ্চিত হচ্ছে। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষকতার স্বাভাবিক বয়স সীমা ৬৫ বছর। আশা করি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি পূনর্বিবেচনা করবেন।
    Total Reply(0) Reply
  • ইকবাল হোসেন ১৭ আগস্ট, ২০২২, ১:৫৪ পিএম says : 0
    উপাধ্যক্ষ পদে নিয়োগ এর জন্য বিধিতে বয়সের সীমাবদ্ধতা আছে কী?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন বিধিমালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ