Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার আদর্শেই সার্বিক মুক্তি সম্ভব : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। আগামী ২০ মে থেকে ৩ জুন পর্যন্ত এই কর্মসূচি হবে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
জিয়ার শাহাদাত দিবসের দিন ৩০ মে সকাল ১০টায় শেরে বাংলানগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতারা ওইসব কর্মসূচিতে অংশ নেবেন।
মহানগর ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিনদিন রাজধানীতে বিভিন্ন থানায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি হবে। এইসব কর্মসূচিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নেবেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। দেশের ও জাতির সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন এবং জাতিকে সঠিকভাবে দিকনিদের্শনা দিয়ে মানুষকে অপ্রাণিত করেছেন।
এই মানুষটি আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা যারা এদেশেকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায় না, তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে চট্টগ্রামে। তাকে স্মরণ করা, তার আদর্শ ও দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই আমরা মনে করি, বাংলাদেশের সার্বিক মুক্তি সম্ভব।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। একদিকে তিনি মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছিলেন, অন্যদিকে তিনি উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লবের সূচনা করেছিলেন। এই নেতার ৩৫তম শাহাদাতবার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে চাই। আমরা আশা করি, গোটা দেশ তার শাহাদাতবার্ষিকী পালন করে নতুন করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি শান্তিময় বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করবেন- এটা আমাদের প্রত্যাশা।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য জিয়াউর রহমানকে হত্যা করে। এই দিনটিকে বিএনপি শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে আসছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হয়। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৫ দিনের কর্মসূচি পড়ে শুনান।
তিনি জানান, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ, জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করবে। ৩০ মে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে।
বিএনপির আলোচনা সভা হবে ৩১ মে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। দিবসটি উপলক্ষে যুবদল ২৪ মে, মহিলা দল ২৬ মে, স্বেচ্ছাসেবকদল ২৭ মে, মুক্তিযোদ্ধাদল ২৮  মে, শ্রমিকদল ২ জুন আলোচনা সভা করবে। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনও আলোচনা সভা করবে।
জেলা ও থানা ইউনিটগুলোকেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান রিজভী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, ডা. শাহাদাত হোসেন, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবুদস সালাম, শিরিন সুলতানা, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শামীমুর রহমান শামীম, এবিএম মোশাররফ, আব্দুুল আউয়াল খান, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসেইন, তকদির হোসেন মো. জসিম, মনির খান, আকম মোজাম্মেল হক, মিলন মেহেদি, আবুল কালাম আজাদ, হাফেজ আবদুল মালেক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়ার আদর্শেই সার্বিক মুক্তি সম্ভব : মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ