Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের গ্রুপ বীমা সুবিধা প্রদানে জিপিএইচের চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কুমিরাস্থ কারখানা কনফারেন্স হলে গতকাল (রোববার) কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের গ্রæপ বীমার সুবিধা প্রদানের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেডের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম এক চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মোহাম্মদ আলমাস শিমুল বলেন, কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকবৃন্দ জিপিএইচ পরিবারের সন্তানের মত। কর্তৃপক্ষের পূর্ব প্রতিশ্রæতি অনুযায়ী আজকে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাদের পেশাগত সুরক্ষার জন্য ভবিষ্যতে আবাসন, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে শিক্ষা সুবিধা বাস্তবায়নের জন্য গঠিত কমিটি কাজ শুরু করেছে। চার্টার্ড লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়ভার হিসেবে জিপিএইচ এ সুবিধা প্রবর্তন করেছে এবং এর সাথে মানব সম্পদ কল্যাণের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। চার্টার্ড লাইফের এজেন্সি ডিরেক্টর এন্ড হেড অব সেলস এন্ড মার্কেটিং মোহাম্মদ এমদাদুল্লাহ তাদের বিভিন্ন্ প্যাকেজ সুবিধার বর্ণনা দেন। অনুষ্ঠানে জিপিএইচ গ্রæপের নির্বাহী পরিচালক এ বি সিদ্দিক এফসিএমএ বলেন, এ কমপ্লাইন্স প্রবর্তনের ফলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উৎসাহিত হবে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে। মিডিয়া এডভাইজার ওসমান গনি চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। জি এম (এইচ আর এন্ড এডমিন) সরোজ কান্তি চক্রবর্তী ধন্যবাদজ্ঞাপন সূচক বক্তব্য দেন। অনুষ্ঠানে জি এম (প্রজেক্ট) ড. এ এস সুমনসহ জিপিএইচ-এর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের গ্রুপ বীমা সুবিধা প্রদানে জিপিএইচের চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ