Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাপাহারে পলিথিন বিক্রেতাকে জরিমানা

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ জেলার সাপাহারে অবৈধ পলেথিন মজুদ ও বিক্রির অপরাধে হাসান আলী (২৫) নামক এক ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ৩ লাখ টাকার পলেথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল সদরের মাছ বাজারে অবস্থিত হাসান আলীর গুদামে অভিযান চালিয়ে প্রায় ৩লক্ষ টাকা মুল্যের ১ হাজার ৫শ কেজি ওজনের অবৈধ পলেথিন উদ্ধার করে। এ সময় ব্যাবসায়ি হাসান আলীকে র‌্যাব আটক করতে সক্ষম হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ পলেথিন মজুদ ও বিক্রির দায়ে ব্যাবসায়ী হাসান আলীর নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও উদ্ধারকৃত বিপুল পরিমাণের ওই পলেথিন পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপাহারে পলিথিন বিক্রেতাকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ