পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : গতকাল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাশকতার দুই মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে সারা দেশে বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, অনির্বাচিত সরকার বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বিএনপিকে ভয় পায় বলে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত করছে। বিএনপির শেকড় এ দেশের মাটির অনেক গভীরে প্রোথিত এবং খালেদা জিয়া ও তারেক রহমান রয়েছেন কোটি মানুষের মনের মণিকোঠায়। ফলে কোনো অবৈধ, লুটেরা, তাঁবেদার, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করে তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। বরং জনগণের ক্ষোভের আগুনে পুড়ে একদিন তাদের শোচনীয়ভাবে মসনদ থেকে বিদায় নিতে হবে। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার দুই মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে গতকাল সকালে জেলা ও বিকালে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিকেলে ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারীর সভাপতিত্বে সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, কওসার আলী জমাদ্দার, আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, গাজী তফসির আহমেদ প্রমুখ। এর আগে রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়াসহ জেলার সকল উপজেলা থেকে বিশাল বিশাল মিছিল সমাবেশস্থলে এসে হাজির হয়।
বরিশালে বিএনপির বিক্ষোভ
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। তবে মিছিলে বাধা দেয় পুলিশ। গতকাল সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির জমাদ্দার, বাবুগঞ্জ বিএনপির সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রিন্স, উজিরপুর থানা বিএনপির সম্পাদক হুমায়ুন খান কোতয়ালী বিএনপির সম্পাদক মন্টু খান।
বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। অপরদিকে সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সভাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আহসান মনির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, আনোয়ারুল হক তারিন, আক্তার হোসেন নেবুল, খন্দকার আবুল হাসান লিমনসহ বরিশাল মহানগর বিএনপির অনান্য নেতৃবৃন্দ।
যশোরে বিক্ষোভ
যশোর ব্যুরো জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সকালে শহরে লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মুসার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
মাদারীপুরে পুলিশী হামলা
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপি বিকেল ৪টায় পুরানবাজার মেলবোর্ন প্লাজা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানে বাধা দিয়ে মিছিলকারীদের ব্যানার ছিনিয়ে নেয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবীর, শ্রমিক দল সাধারণ সম্পাাদক আজিজুর রহমান ছাত্রদল সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা জেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, শহর সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার প্রমুখ।
নান্দাইলে পুলিশের হামলা আহত ১০
নান্দাইল উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ তিনজনকে আটক করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক ও নান্দাইল উপজেলা সভাপতি খুররম খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। তারা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নান্দাইল ডিগ্রী কলেজের সামনে পৌছলে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতে হামলা ও লাঠিচার্জ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিএনপি,যুবদল ছাত্রদলের অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।