Inqilab Logo

শুক্রবার , ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ১২ যিলক্বদ ১৪৪৪ হিজরী

চকবাজার ট্র্যাজেডিতে জাতিসংঘ মহাসচিবের শোক বার্তা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ এএম | আপডেট : ১১:১০ এএম, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকার চকবাজারে বুধবার ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
অ্যান্তোনিও গুতারেসের স্বাক্ষরিত প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ বরাবর পাঠানো এক শোকবার্তায় বলা হয়, ২০ ফেব্রুয়ারি নির্মম সেই ঘটনায় প্রাণহানি ও ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতিন কারণে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি রইলো সমবেদনা। সেইসঙ্গে দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এছাড়া আহতদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এই ভয়াবহ দুর্ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে যেকোন ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক বার্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ