Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁনগাও অভ্যন্তরিন কনটেইনার পোর্টকে লাভজনক ও সেবামুলক প্রতিষ্ঠানে পরিনত করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৫৭ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কেরানীগঞ্জের পাঁনগাও অভন্তরিন কনটেইনার পোর্টকে একটি লাভজনক ও সেবামুলক প্রতিষ্ঠানে পরিনত করা হবে। পোর্টটির সচল করার জন্য ব্যবসায়ী ও কাস্টম কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের একসাথে কাজ করতে হবে। এই পোর্টের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রত তার সমাধান করা হবে। পানগাঁও টার্মিনালকে কর্মচাঞ্চল্য হিসেবে গড়ে তুলে এর সুযোগ-সবিধা বৃদ্ধি করা হবে। তিনি আজ সোমবার (১৮ফেব্রুয়ারী) দুপুর ১টায় কেরানীগঞ্জের পানগাও অভ্যন্তরিন কনটেইনার পোর্ট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এইকথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ,নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব আব্দুল কুদ্দুস খান,চট্রগ্রাম বন্দরের প্রকৌশল সদস্য কমোডর আখতার হোসেন, পানগাও অভ্যন্তরিন কনটেইনার পোর্টের কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, পানগাও অভ্যন্তরিন কনটেইনার পোর্ট ম্যানেজার সারোয়ারুল আলম ও কমলাপুর আইসিডির ম্যানেজার আহমেদুল কবির প্রমুখ। সভায় জানানো হয় যে, পানগাঁও আইসিটির কর্মচাঞ্চল্য বৃদ্ধির জন্য ট্যারিফ হ্রাস, জাহাজ ভাড়া হ্রাস, কমন ক্যারিয়ার এগ্রিমেন্ট, জাহাজের সিডিউল প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থা, অভিন্ন ইনল্যান্ড হলেজ চার্জ নির্ধারণ, অনলাইনে ডেলিভারি ইত্যাদি সুযোগ-সবিধা বিদ্যমান রয়েছে। সভায় আরো জানানো হয় যে, পানগাঁও আইসিটি ২০১৪ সালে ৯৮৪ টিইইউস এবং ২০১৮ সালে ২২,৫০৮ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করছে। পানগাঁও আইসিটি ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ১১ লাখ এবং ২০১৮-১৯ অর্থবছরে জানুয়ারি’১৯ পর্যন্ত চার কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে। উল্লেখ্য, পানগাঁও টার্মিনালটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধিন বুড়িগঙ্গা নদীর তীরে পানগাঁও নামক স্থানে প্রায় ৮৯ একর জমির উপর ২০১৩ সালে ৭ নভেম্বর উদ্বোধন করা হয়। টার্মিনালের জেটির দৈর্ঘ্য ১৮০ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। এর কন্টেইনার ধারণক্ষমতা ৩৫০০ টিইইউস (বিশ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার)। দু’টি মোবাইল হারবার ক্রেন, দু’টি স্ট্র্যাডেল ক্যারিয়ার, দু’টি সাইড লিফটার, দু’টি ট্রাক্টর টেইলার, তিনটি কার্গো ক্রেন এবং ১২টি ফর্কলিফট দিয়ে টার্মিনালটি কন্টেইনার হ্যান্ডলিং করছে। পানগাঁও-চট্টগ্রাম-পানগাঁও রুটে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চারটি কন্টেইনারবাহি জাহাজ চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র দু’টি জাহাজকে উক্ত রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের আরো একটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত আছে। এছাড়া কলকাতা হতে সরাসরি পানগাঁও আইসিটি চলাচলের জন্য নৌকল্যাণ অধিদপ্তরের একটি জাহাজ ও মেরিন ট্রাস্টের কয়েকটি জাহাজ যাতায়াত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ