পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১১২টির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া, প্রকল্পের আওতায় ৩৪৬টি স্থান চূড়ান্ত করা হয়েছে এবং প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে সরকার দলীয় এমপি মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করেছে। এই মসজিদগুলো স্থাপনে জেলা পর্যায়ে ৪ তলা ভবনের জন্য প্রায় ১৫ কোটি টাকা এবং উপজেলা পর্যায়ে ৩ তলা ভবনের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদগুলোর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।