Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আছিয়া কামাল
সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
অধ্যায় : সামাজিকীকরণ ও উন্নয়ন
১। স্থানীয় সমাজের উপাদান কোনটি?
ক) বিজ্ঞান ক্লাব খ) ইউনিয়ন পরিষদ
গ) জাতীয় সংসদ ঘ) সিটি করপোরেশন
২। মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে?
ক) সমাজিকীকরণ খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক ঘ) পারিবারিক
৩। সমাজের নিয়মরীতি আয়ত্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক) সামাজিক রীতি খ) সামাজিকতা গ) সামাজিকীকরণ ঘ) প্রথা
৪। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন?
ক) আর্থিক সচ্ছলতা খ) সামাজিকীকরণ
গ) ব্যক্তিত্ববোধ ঘ) সম্পদ
৫। শিশুরা সাধারণত কেমন প্রকৃতির?
ক) অনুকরণ প্রিয় খ) চঞ্চল গ) দুরন্ত ঘ) শান্ত
৬। ‘অভিভাবন’ এক ধরনের কী?
ক) যোগাযোগ প্রক্রিয়া খ) নিয়ম গ) আইন ঘ) সেবা
৭। ভাষার মাধ্যমে ব্যক্তি কী প্রকাশ করে?
ক) নিজ অভিব্যক্তি খ) মনের ভাব
গ) নিজ দুঃখ ঘ) সহযোগিতা
৮। কোনটির মাধ্যমে মানুষ নিজেকে সমাজের সঙ্গে খাপ খাওয়ায়?
ক) বুদ্ধিবৃত্তি খ) সৌন্দর্য বোধ গ) ব্যক্তিত্ব ঘ) অনুকরণ
৯। সামাজিকীকরণ প্রক্রিয়াটি কোন সময় অবধি চলতে থাকে?
ক) নির্দিষ্ট সময়খ) যৌবন পর্যন্ত গ) শৈশব পর্যন্ত ঘ) শৈশব থেকে মৃত্যু পর্যন্ত
১০। অনুকরণের মাধ্যমে ছোটরা বড়দের কাছ থেকে শেখে
ক) ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি খ) ভাষা ও নেতৃত্বদান
গ) উচ্চারণ ও আচরণ ঘ) চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচরণ
১১। অঙ্গীভূতকরণ প্রক্রিয়ায় মানুষ অর্জন করেÑ
ক) রীতিনীতি ও বৈশিষ্ট্য খ) আচার রীতি
গ) নিয়মনীতি ঘ) শৃঙ্খলাবোধ
১২। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের মাধ্যমকে কী বলে?
ক) সংবাদ মাধ্যম খ) জনমাধ্যম গ) গণমাধ্যম ঘ) যোগাযোগ মাধ্যম।
১৩। যে প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় তাকে কী বলে?
ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ) গণমাধ্যম
গ) তথ্য সংরক্ষণ ঘ) বেতার মাধ্যম
১৪। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক) রেডিও খ) টেলিভিশন গ) সংবাদপত্র ঘ) মোবাইল
১৫। শিশু-কিশোরদের ওপর কোন গণমাধ্যমটির প্রভাব খুব বেশি?
ক) সংবাদপত্র খ) রেডিও গ) টেলিভিশন ঘ) চলচ্চিত্র
১৬। ই-মেইল কোনটির সংক্ষিপ্ত রূপ?
ক) ইলেট্রনিক মেইল খ) ইন্টারনেট মেইল
গ) ইচ্ছু মেইল ঘ) অতিদ্রুত মেইল
১৭। ইলেক্ট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলে?
ক) ই-মেইল খ) ইন্টারনেট গ) ইনকাম ঘ) ই-কমার্স
১৮। আজকাল তরুণ সমাজের ওপর কোনটির নেতিবাচক প্রভাব লক্ষণীয়?
ক) ইন্টারনেট খ) ইন্টারনেট ও ফেসবুক গ) ই-মেইল ঘ) ই-কমার্স
১৯। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন ধরনের প্রভাব তরুণ সমাজকে প্রভাবিত করছে?
ক) ইতিবাচক খ) আধুনিকতার
গ) নেতিবাচক ঘ) ইতিবাচক ও নেতিবাচক
২০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কখন ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়?
ক) নষ্ট হয়ে গেলে খ) ভাইরাস আক্রমণ করলে
গ) মূল্যবৃদ্ধি হলে ঘ) অপব্যবহার হলে
উত্তরমালা :
১। ক ২। ক ৩। গ ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। ঘ ৯। ঘ ১০। ক ১১। ক ১২। গ ১৩। ক ১৪। খ ১৫। গ ১৬। ক ১৭। ঘ ১৮। খ ১৯। ঘ ২০। ঘ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি পরীক্ষার প্রস্তুতি
আরও পড়ুন