Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের সাথে রবি ও এয়ারটেলের বান্ডেল অফার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৪৯ পিএম

হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে আকর্ষণীয় বান্ডেল অফার এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় ১৫ দিন মেয়াদী ৪ জিবি (২ জিবি যেকোন এবং ২ জিবি ৪.৫জি নেটওয়ার্কে) ডেটা উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র ভাইস প্রেসিডেন্ট অবিনাশ মাথুর এবং হুয়াওয়ে’র কনজ্যুমার বিজনেস গ্রুপ’র (বাংলাদেশ) চানেল ডিরেক্টর শ্যানন ই বান্ডেলটি উদ্বোধন করেন। ফেস আনলক ও অত্যাধুনিক সিনথেটিক কারুকাজসমৃদ্ধ স্মার্টফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। রবি ও এয়ারটেল’র ওয়াক-ইন-সেন্টার এবং হুয়াওয়ে’র সেলস আউটলেটের পাশাপাশি রবি’র ই-কমার্স সাইট রবিশপ ডটকমেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

রবিশপ থেকে হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের ইএমআই (প্রতি মাসে ২ হাজার ৮৩৪ টাকা), বিনামূল্যে একটি ব্লুটুথ হেডসেট ও হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা।

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চি ডিসপ্লে, ¯œ্যাপ ড্রাগন ৪৫০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, ১৬ এমপি ফ্রন্ট ও ১৩ এমপি + ২ এমপি ব্যাক ক্যামেরা এবং ৪ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও কোরাল রেড- বাজারে এই তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

 

 



 

Show all comments
  • MD:BAKUL MIAH ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৬ এএম says : 0
    I like u
    Total Reply(0) Reply
  • MD:BAKUL MIAH ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১২ এএম says : 0
    HUAWEI মোবাইল ফোন আমার খুব পছন্দের । এই মোবাইলটি আমি কিনতে চাই অমার পছন্দের রং লাল ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বান্ডেল অফার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ