Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে মার্কিন রাষ্ট্রদুতের ভুট্টার ক্ষেত পরিদর্শন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সফর করেন। তিনি মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের মাঠে যান। সেখানে বাজার সংলগ্ন মাঠে আর্ল রবার্ট মিলার ভুট্টা চাষিদের সাথে কথা বলেন। পেট্রোক্যাম লিঃ নামে একটি কোম্পানীর আয়োজনে তিনি পাইয়োনিয়ার-৩৩৫৫ জাতের ভুট্টার একটি প্রদর্শনী প্লট ঘরে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি এ জাতের ভুট্টা বীজ সম্পর্কে কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সঠিক পরামর্শ দেন। রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার ও দুতাবাসের কর্মকর্তা জেইনা মালাহির সাথে ১০/১২ জন সফরসঙ্গী ছিলেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, মহেশপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম, কোটচাঁদপুর থানার ওসি কামরুল হাসান, আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন, সাবেক চেয়ারম্যান মো. শাহাজান আলী, কৃষক মোঃ আকিদুর রহমান, মোঃ আজিজুর রহমান মন্টু ও মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন রাষ্ট্রদুত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ