পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রথম শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আগামী দিনের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের চাহিদা পূরণে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘বিজ্ঞান-বই-পাখি-কারুমেলা আর ফুল-পিঠা আছে সাথে, জুড়ি মেলা ভার’ শীর্ষক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলায় অংশগ্রহণ করছে। এতে বিজ্ঞানমেলা, বইমেলা, পাখিমেলা, চারু ও কারুমেলা পুস্পমেলা, পিঠামেলা, অলিম্পিয়াড ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ তৈরিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, কোচিং ব্যবস্থা বন্ধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে সরকারের উদ্যোগ সফল হবে যদি অভিভাবকরা কোচিং নির্ভরতার মানসিকতা থেকে মুক্ত হতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, কোচিংয়ে নয়, ক্লাসেই ছাত্রছাত্রীদের মমতা দিয়ে পড়াতে হবে। কোন ধরনের চাপ প্রয়োগ করা যাবেনা। অতিরিক্ত চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের মেধা বিকাশ করা সম্ভব নয়। মেধার পরিপূর্ণ বিকাশে শিশুদের হাতে সৃজনশীল বই তুলে দিতে হবে। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবসময় সতর্ক থাকার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান কামাল আহমেদ মজুমদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।