Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে যা জানাল বাংলাদেশ

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : যুদ্ধাপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিক্রিয়ায় এক সপ্তাহে দুই দফা দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করে ঢাকা। গত বৃহস্পতিবার পাকিস্তানও একই ইস্যুতে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনারকে তলব করে। এসময় দেশটির জাতীয় পরিষদে সর্বসম্মতভাবে পাস হওয়া একটি নিন্দা প্রস্তাব ও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পুনরাবৃত্তি করে একটি কূটনৈতিক পত্র দেয়া হয় বাংলাদেশী হাইকমিশনারের হাতে। এর পরপরই গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পাকিস্তানের হাইকমিশনারকেও তলব করে এর প্রতিবাদ জানায় ঢাকা। এসময় নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে পাকিস্তানের নিন্দা প্রস্তাব পাস এবং বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ওই পত্রে বলা হয়, পাকিস্তান প্রতিনিয়ত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের পক্ষ নিয়ে এটাই স্বীকার করে নিয়েছে যে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে দেশটি সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ছিলো। মতিউর রহমান নিজামী একটি স্বাধীন, নিরপেক্ষ, উন্মুক্ত ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। এখানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। ১৯৭১ সালে নিজামীর অপরাধকে বিবেচনায় নিয়ে বিচার করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সংশি¬ষ্টতা বিবেচিত হয়নি।
পাকিস্তান অব্যাহতভাবে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আংশিক ও বিভ্রান্তিমূলক অপব্যাখা করে যাচ্ছে-একথা স্মরণ করিয়ে দিয়ে এই পত্রে বলা হয়, ওই চুক্তির সারমর্ম ছিল ভালো প্রতিবেশীসুলভ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পরিকল্পনাকারী ও অপরাধীরা দায় মুক্তি পাবে এবং বিচার করা যাবে না এমন কথা সেখানে বলা হয়নি। বরং পাকিস্তানই ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য দায়ী হিসেবে আটক ও চিহ্নিত পাকিস্তানি নাগরিকদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা পূরণে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানকে যা জানাল বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ