Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতই খালেদার ভবিষ্যৎ নির্ধারক

সাংবাদিকদের তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। কারাগারে বিএনপি চেয়ারপারসনের এক বছর পেরোনো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে, তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিল।এছাড়া আদালতই নির্ধারণ করবেন খালেদা জিয়া মুক্তি পাবেন কি-না। আদালতই এখন তার ভবিষ্যৎ।
গতকাল শনিবার রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‹বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিলো।›
‹গত দশ বছরে বিএনপি›র রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিলো, জনগণের জন্য কিছু ছিলোনা› উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‹এসব করতে গিয়ে বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আর ফলে ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।
বিএনপি›র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিএনপি›র উপদেষ্টা পদগ্রহণের কথা বলায় তথ্যমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‹রিজভী সাহেবের এধরনের মন্তব্য কতটা শালীন, তা ভাবা জরুরি। এবং রিজভী সাহেব প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করে কথা বলেন শুধু লাইমলাইটে থাকার জন্য। ইউএনবি›র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ। বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সকল গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছে। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।
এদিকে বিকেলে তোপখানা রোডে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে সমিতির আলোচনা সভা ও মেধাবী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ করেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:২৬ এএম says : 0
    তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আদলতই দিতে পারে কাজেই আদালতই এখন তার ভবিষৎ। তিনি আরো বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তিনি বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি। মন্ত্রীর এই মূল্যবান কথাগুলো কি সাংবাদিকেরা রক্ষা করতে সচেষ্ট থাকবেন এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে…… এখানে মন্ত্রী একটা কথা বিএনপির উদ্দেশ্যে বলেছেন সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে যতই আন্দোলন করা হউক না কেন এতে কোন ফল বয়ে আনবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ