পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : অ্যান্টনি সেনেকাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনীর উচিত ছিল বারাক ওবামাকে তুলে নিয়ে তার প্রথম মেয়াদেই তাকে শত্রুর চর হিসাবে গুলি করে মারা।’
আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বাসায় বাটলার বা প্রধান গৃহভৃত্য হিসেবে ৩০ বছর কাজ করেছিলেন মি. সেনেকাল। মি. ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে জড়িত কর্মীরা মি. সেনেকালের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।
‘তিনি এখন মি. ট্রাম্পের কর্মী নন। ২০০৯ সালের জুন মাসে তিনি মি. ট্রাম্পের কাজ ছেড়ে দেন,’ ট্রাম্প প্রচারণা শিবিরের মুখপাত্র হোপ হিকস্ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
তিনি বলেন, আমরা মি. সেনেকালের এই জঘন্য মন্তব্যের তীব্র নিন্দা করি।
মি. সেনেকালের এই পোস্টের খবর প্রথম প্রকাশ্যে আনে ‘মাদার জোন্স’ নামে এক পত্রিকা। তবে পরে মি. সেনেকাল বিভিন্ন সংবাদ সংস্থার কাছে স্বীকার করেন, তিনি এ কথা লিখেছেন।
বৃহস্পতিবার ৮৪ বছর বয়স্ক মি. সেনেকাল সিএনএন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মি. ওবামাকে হোয়াইট হাউসের বাইরে ‘ফাঁসিতে ঝোলানো উচিত,’ এবং হোয়াইট হাউসকে তিনি উল্লেখ করেন “হোয়াইট মস্ক’ বা ‘সাদা মসজিদ’ বলে।
নিউ ইয়র্ক টাইমস মার্চ মাসে মি. সেনেকালকে নিয়ে তাদের এক নিবন্ধে লিখেছিল ২০০৯ সালে অবসর নেবার পরেও তিনি মি. ট্রাম্পের ফ্লোরিডার বিশাল বাসভবন মার-আ-লাগো-তে বসবাস করতেন ‘অনানুষ্ঠানিক ঐতিহাসিক’ হিসেবে।
ওই নিবন্ধে আরও লেখা হয়েছে ‘মি. সেনেকাল জানেন মি. ট্রাম্পের ঘুমের সময় কখন, এবং কীভাবে রাঁধা স্টেক খেতে তিনি ভালবাসেন। তার বাসায় চুল স্টাইল করার সেলুন থাকলেও মি. ট্রাম্প কিন্তু সবসময় নিজেই তিনি নিজের চুল স্টাইল করতে পছন্দ করেন।’ সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।