পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রফতানির দিকে বেশি নজর না দিয়ে দেশের মানুষের জন্য মানসম্পন্ন ওষুধ উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করতে হবে। দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে, এ দেশের মানুষ সুলভে মানসম্পন্ন ওষুধ পাচ্ছেন। গতকাল শনিবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের ওষুধ শিল্প এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। স্কয়ার ফার্মসিউটিক্যালসের আয়োজনে ‘স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স-২০১৯’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে যে অবস্থানে পৌঁছেছে, এ অবস্থানকে সুদৃঢ় করতে নিজস্ব পেটেন্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি। বিদেশি সংস্থার পরামর্শ অনুযায়ী, নতুন নতুন ওষুধের ফর্মুলার অনুমোদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে সেটি ভুল হবে। দেশের বাজার ও বিদেশের বাজারের জন্য পৃথক সেল গঠন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, স্কয়ার ফার্মসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ।
সম্মেলনটি তিনটি অধিবেশনে বিভক্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মকোলজি বিভাগের প্রফেসর ডা. সায়েদুর রহমান অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে গবেষণায় অবদান রাখায় তিনজন বিজ্ঞানীকে এ বছর ‘স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স অ্যাওয়ার্ড অব ইয়াং সায়েন্টিস্ট’-এ সম্মানিত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রওনক জাহান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হোসেন শাহরিয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।