Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের সরব এরদোগান - আমরা নিপীড়িতের কণ্ঠস্বর হতে চাই

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৯ পিএম, ১৩ মে, ২০১৬

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, একটি মুসলিম দেশে মুসলিমরাই আজ নিপীড়িত।
বৃহস্পতিবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান এ মন্তব্য করেন।
এরপরই ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে সলাপরামর্শের জন্য আঙ্কারায় ডেকে পাঠায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুললেও এই প্রথম কোনো দেশ এ ঘটনায় রাষ্ট্রদূতকে ফেরত নিল।
আঙ্কারায় ‘তুরস্কের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ইচ্ছা’ শীর্ষক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘এটা মনযোগ আকর্ষণ না করে পারে না যে এমন একটি দেশে একজন ইসলামি নেতাকে ফাঁসি দেয়া হয়েছে যে দেশটি মূলত মুসলিম অধ্যুষিত এবং সেখানে মুসলিমরাই নিপীড়িত।’ তিনি বলেন, ‘আমরা নিপীড়িতের কণ্ঠস্বর হতে চাই।’
বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজামীর ফাঁসির প্রতিবাদ জানালেও এরদোগানই হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর কোনো নেতা যিনি এ নিয়ে সরব হলেন।
নিজামীর ফাঁসি প্রসঙ্গে অনুষ্ঠানে এরদোগান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত সম্প্রদায়ের পাশে যেসব দেশ দাঁড়ায় না তাদের সাথে নেই তুরস্ক। সূত্র: শীর্ষনিউজ



 

Show all comments
  • MD Harunur Rashid ১৪ মে, ২০১৬, ১১:৫০ এএম says : 2
    সে মোদের প্রান প্রিয় নেতা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের সরব এরদোগান - আমরা নিপীড়িতের কণ্ঠস্বর হতে চাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ