পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ট্রেনে ভ্রমণ করে যাত্রীদের অভিযোগ শুনলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একতা এক্সপ্রেসে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পথিমধ্যে তিনি ট্রেনের বিভিন্ন বগিতে গিয়ে যাত্রীদের সাথে কথা বলেন। মন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। যাত্রীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আরও উন্নত করতে চান। তার নির্দেশে রেলকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই। একজন প্রাক্তন স্কুল শিক্ষক মন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ট্রেনের জানালাগুলো অপরিচ্ছন্ন, সীটে ধুলো বালিতে ভরা। মন্ত্রীর সাথে থাকা কর্মকর্তারা সাথে সাথে সেগুলো পরিস্কারের নির্দেশ দেন। মোজাম্মেল নামে এক যাত্রী টিকিট কাউন্টারের স্বল্পতা নিয়ে অভিযোগ করে বলেন, এতে অনেক সময় নষ্ট হয়, লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হয়। মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। মোজাম্মল নামে এক যাত্রী অনলাইনে টিকিট কাটা সহজ করার দাবি জানিয়ে বলেন, অনলাইনে বার বার চেষ্টা করেও টিকিট কাটা যায় না। এটাকে সহজ করা দরকার। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাকে আশ্বস্ত করে বলেন, আমরা রেলকে আরও আধুনিক ও জনবান্ধব করবো, এজন্য আপনাদের সহযোগিতা চাই।
পথিমধ্যে জয়দেবপুর স্টেশনে রেল শ্রমিক লীগ রেলমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।