Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:২৬ পিএম

মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’(পিপিএম)-সেবা পদক নিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ। ৪ ফেব্রুয়ারী(সোমবার) দুপুরে ‘পুলিশ সপ্তাহে’ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজ হাতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহেনেওয়াজ-কে পিপিএম মেডেল পরিয়ে দেন। সাহসিকতা ও সেবামুলক কাজের জন্য তিনি এ পদক লাভ করেন। এর আগে ২৯ জানুয়ারি (মঙ্গলবার) গেজেটে আকারে খবর প্রকাশিত হয়। গেজেটে সাহসিকতা ও সেবামুলক কাজের তিনি এ পদক লাভ করেছেন বলে জানাযায়। এখন থেকে তিনি নিজ নামের সাথে এ পদকের নাম ব্যবহার করতে পারবেন বলে জানাগেছে।
‘পিপিএম’ পদকে ভূষিত অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ৩১ তম বিসিএস পরিক্ষার মাধ্যমে ২০১৩ সালের ১৫ জানুয়ারি পুলিশের চাকুরিতে মৌলিক প্রশিক্ষণ শেষে শেরপুর জেলা সদরে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। ২০১৬ সালের ১৬ আগষ্ট সহকারি পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পদে পিরোজপুর জেলায় যোগদান করেন। এরপরে ২০১৭ সালের ৯ নভেম্বর তিনি সহকারি পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহন করেন। গত বছর(২০১৮ ইং) ডিসেম্বরে তিনি ওই পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোউন্নতি লাভ করেন। কুষ্টিয়ার সন্তান কাজী শাহনেওয়াজ শিক্ষা জীবন থেকেই গান গাওয়া, আবৃতিপাঠ ও অভিনয়ে পারদর্শী। ছাত্র জীবন থেকে তিনি শিক্ষা জীবনে সর্বজনে মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ