Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বচ্ছতা-দক্ষতার অভাবে বিদেশি বিনিয়োগ হারাবে বাংলাদেশ -বার্নিকাট

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : স্বচ্ছতা ও দক্ষতা না বাড়ালে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ হারাবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বøুম বার্নিকাট। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। পাশাপাশি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেসরকারি খাতের স¤প্রসারণ ও উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেয়ার পরমর্শ দেন বার্নিকাট।
এদেশের পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। অর্থনৈতিক এ অগ্রযাত্রাকে আরো গতিশীল করে তুলতে শিল্পবান্ধব পরিবেশ ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন জরুরি বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে ভালো কর্মপরিবেশের ওপরও গুরুত্ব দেন বার্নিকাট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বচ্ছতা-দক্ষতার অভাবে বিদেশি বিনিয়োগ হারাবে বাংলাদেশ -বার্নিকাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ