Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের অর্জন-জয়

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করাটা ‘আওয়ামী লীগের অর্জন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
য্দ্ধুাপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর গত বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় জয় লেখেন, নিজামী এবং বাকি যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিচারের আওতায় আনেন। এটি পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন।
ইংরেজি ও বাংলায় লেখা ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুর দৌহিত্র জয় নিজামীসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের ধন্যবাদ জানান। যুদ্ধাপরাধীদের অভিযুক্ত করে দোষী সাব্যস্ত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে, বলেন জয়।
চিহ্নিত যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা এবং তাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করায় জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রীর তনয় বলেন, দেশ থেকে পলাতক নিজামী এবং গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদের নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামীকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদের ধিক্কার জানাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের অর্জন-জয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ