পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা ৭০০ মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরমি) ও র্যাব। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন খান গতকাল (বৃহস্পতিবার) এতথ্য জানান। তিনি জানান, বুধবার রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজা এবং মোতালেব প্লাজায় ১২টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব হ্যান্ডসেট জব্দ করা হয়। বিটিআরসি ও র্যাবের এই যৌথ অভিযানে জব্দ হওয়া হ্যান্ডসেটের মধ্যে শাওমি, আইফোন, এইচটিসি, স্যামসাং, সনি, আসুস, লেনোভোসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এ ছাড়াও অবৈধভাবে ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অপরাধে র্যাবের ভ্রাম্যমান আদালত ১২টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ টাকা জরিমানা এবং দুইটি দোকান সিলগালা করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।