Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বমানের শিপব্রেকিং শিল্প গড়তে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৭:৫৯ পিএম

বিশ্বমানের শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম পি। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পখাতের গুরুত্ব উপলব্ধি করে সরকারের ইশতেহারে এখাতের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এ শিল্পখাত থেকে সরে যাওয়ায় বাংলাদেশি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রীর দপ্তরে বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফীন, বিএসবিআরএ’র সভাপতি এম এ তাহের, নির্বাহী সদস্য মাস্টার আবুল কাশেম, শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী এবং শিপ ব্রেকিং শিল্প উদ্যোক্তা দিদারুল আলম এম.পি উপস্থিত ছিলেন।

বৈঠকে শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পখাতের সম্ভাবনা ও উন্নয়নে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে এ শিল্প ক্রমেই পরিবেশবান্ধব হিসেবে গড়ে ওঠছে। ইতোমধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের গ্রেডিং তালিকায় এ শিল্প লাল ক্যাটাগরি থেকে কমলা ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। হংকং কনভেনশন অনুসারে উদ্যোক্তারা কমপ্লায়েন্ট হলে, উদীয়মান এ শিল্পখাত জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।

বৈঠকে বিএসবিআরএ’র নেতারা এ শিল্পের দ্রুত প্রসারে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের দাবি জানান।

শিল্পমন্ত্রী পরিবেশবান্ধব শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষণ, উন্নত কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুতে উন্নয়নের পরামর্শ দেন। এর মাধ্যমে আগামী দিনে দেশে বিপুল পরিমাণে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে ওঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে প্রতিনিধিদলটি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি এর সাথে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সরকার জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং কার্যক্রমকে ইতোমধ্যে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ শিল্পের বিকাশে সরকারি সেবাদান প্রক্রিয়া সহজ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিপব্রেকিং শিল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ