Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৩:১৪ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টিআইবির প্রতিবেদন ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্র ও দেশের মানুষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অন্ধ সমালোচনার মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখার জন্য, বিদেশি ফান্ড পাওয়ার জন্য তারা এই ত্রুটিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। সরকার এটা প্রত্যাখ্যান করছে। আশা করছি দুদককে তারা ব্যখ্যা দেবে। তা না হলে দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে তাদের প্রতিবেদন ভুল প্রমাণিত হওয়ার পরও তারা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। অথচ তারা পর্যবেক্ষক ছিলো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ