Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অরফানেজ ট্রাস্ট মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সাক্ষরের পর গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক খালেদা জিয়াকে এ মামলায় ৫ বছরের সাজা দেন। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদন্ড দেন। আর ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। এরপর রায়ের বিরুদ্ধে খালাশ চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি বেঞ্চ আসামি তিনজনের আপিল শুনানির জন্য গ্রহণের আদেশ দেন। মামলার আসামি খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক। দুদকের আবেদনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলায় মোট উভয়পক্ষ মোট ৩২ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর এ মামলায় খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্টের ওই একই বেঞ্চ। সে আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ গত ১৬ মে অরফানেজ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রাখেন এবং ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেন। সে নির্দেশের ধারাবাহিকতা হিসেবেই আপিল নিষ্পত্তির সময় বৃদ্ধি চেয়ে পুনরায় রিভিউ আবেদন দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে ৩১ অক্টোবর সময় দেন আপিল বিভাগ। পরবর্তীতে আপিল নিষ্পত্তিতে আরো সময় বৃদ্ধি চেয়ে আপিল বিভাগে আবেদন করলে তা খারিজ করে দেন আপিল বিভাগ। #



 

Show all comments
  • Md Salim ২৯ জানুয়ারি, ২০১৯, ২:০৪ এএম says : 3
    খালেদা জিয়ার বিচার করবে তারা। আর তদের বিচার করবে আল্লাহ
    Total Reply(0) Reply
  • Shamso Uddin Uddin ২৯ জানুয়ারি, ২০১৯, ২:০৫ এএম says : 3
    সব ভোয়া মামলা। হাসিনার নাটক
    Total Reply(0) Reply
  • Aslam Khan ২৯ জানুয়ারি, ২০১৯, ২:০৬ এএম says : 0
    খা‌লেদা জিয়ার জা‌মিন কা‌রো মু‌খের কথা নয়।খা‌লেদা জিয়া‌কে তার অপরা‌ধের শা‌স্তি পে‌তেই হ‌বে। তার বিচার আইনি প্র‌ক্রিয়ায় হ‌য়ে‌ছে,তার জা‌মিনও আইনি প্র‌ক্রিয়ায় হ‌বে।কা‌রো হস্ত‌ক্ষেপ করার সু‌যোগ নেই।
    Total Reply(0) Reply
  • সাদ বিন জাফর ২৯ জানুয়ারি, ২০১৯, ২:০৮ এএম says : 1
    সবই বিচারের নামে প্রহসন।
    Total Reply(0) Reply
  • রাজনীতির কালো ছায়া ২৯ জানুয়ারি, ২০১৯, ২:০৯ এএম says : 2
    একজন বয়োজেষ্ঠ বৃদ্ধা নারীকে আর কত কষ্ট দেবে। চূড়ান্ত বিচার তো সামনে আছে সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না।
    Total Reply(0) Reply
  • মুরাদ জঙ ২৯ জানুয়ারি, ২০১৯, ২:১০ এএম says : 1
    আদালতে ন্যায় বিচার এখন বিরল হয়ে গেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ